প্রকাশের সময় 15/11/2024
নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে জালকুড়ি ডিএনডি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম উদ্ধোধনের আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক খাল পরিষ্কার-পরিচ্ছনতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এর পূর্বে বিডি ক্লিন নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক ই আ ম মাসুদ মজুমদার।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ই আ ম মাসুদ মজুমদারের তত্ত্বাবধানে মানবিক মূল্যবোধ শুভেচ্ছা বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও বিডি ক্লিনের জেলা সমন্বয়ক এস এম বিজয় সহ অন্যান্য।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর আয়োজনে মানব কল্যাণ পরিষদ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং বিডি ক্লিনের সার্বিক সহযোগীতায় স্বেচ্ছাসেবকগণ পরিষ্কারকরণ কাজে অংশ নেয়।
এছাড়াও স্বেচ্ছাসেবকদের উৎসাহ ও উজ্জীবিত করার লক্ষ্যে পাশে ছিলেন মডেল গ্রুপের মনির হোসেন।
প্রাথমিক স্বাস্থ্য সেবা দেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য কর্মীরা।
খাল পরিচ্ছন্নতা অভিযানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে উপ-পরিচালক ই আ ম মাসুদ মজুমদার বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে এ খাল পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা শুধু লোক দেখানোর জন্য একটি খাল পরিষ্কার করতে চাই না।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখতে জলাশয় পরিষ্কার রাখার কোন বিকল্প নেই। খাল পরিষ্কার করার পর যাতে আবার দূষিত না হয় এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।