নারায়ণগঞ্জ কাশিপুর ইউনিয়নের যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মেম্বার খোকা কে ছাত্র জনতার হাতে আটক হয়। এই সময় তিনি প্রকাশ্যে কান ধরে ছাত্র জনতার উদ্দেশ্যে ঘোষনা দেন তিনি আর কখনো আওয়ামিলীগ করবেন না বা রাজনীতি করবেন না। মাদক সেবি ও মাদক ব্যাবসায়ীদের শেল্টার দাতা এই খোকা মেম্বার আওয়ামিলীগ সরকার আমলে দরাকে সড়া জ্ঞান মনে করতো, স্থানীয় এলাকাবাসী জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সময় এই খোকা মেম্বার ছাত্র এ ও সাধারণ জনগণের উপর হামলা চালায়। সরকার পতন হবার পর আত্নগোপন এ চলে যায় খোকা মেম্বার, হঠাৎ করে এলাকায় আসলে তাকে আটক করে ছাত্র জনতা।
স্থানীয়রা আরও জানান ওর মত একটা অযোগ্য মেম্বার যে কিনা সারাদিন মাদক গ্রহন করে এবং মাদক ব্যবসায়ীদের শেল্টার দেয় কিশোরগঞ্জ তৈরি করে প্রতিটা মানুষের থেকে কাগজপত্র তৈরি করার নাম করে হাজার হাজার টাকা খাইছে আবার গ্যাস লাইনের ব্যবসা করছে এই রাস্তা ঠিক করার সময় সাইফুল্লাহ বাদল এর ক্ষমতায়। এলাকা তথ্য নিয়ে জানা যায় উনি বিভিন্ন মার্ডার মামলার নির্দেশ দাতাও ছিলেন।
২ নং ওয়ার্ড এর সাধারণ মানুষ খোকার অত্যাচার এ অতিষ্ঠ হয়ে গেছিলো, উন্নয়ন এর নাম করে লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠাইতো এই খোকা।
ছাত্র জনতার হাতে আটক হওয়ার পর এলাকাবাসী অনেক আনন্দ পেয়েছে এবং ভবিষ্যৎতে খোকা যেনো এইরকম অপকর্ম না করতে পারে সেইদিকে সবাইকে খেয়াল রাখতে বলছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।