প্রকাশের সময় 22/01/2025
সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি ও সাবেক খেলোয়াড় জিএম সুমন মুন্সী।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে
ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্রাকস্যুট ও জার্সি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাবেক খেলোয়াড় জিএম সুমন মুন্সী বলেন, শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে বলে জানান এ সাবেক খেলোয়াড়।
ইয়ং ফাইটার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক উজ্জ্বলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা কোচ এনামুল হক খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্রিকেট খেলোয়াড় মনিরুজ্জামান বাদল, আশরাফুল ইসলাম, কাউসার আহমেদ, শুভ আহমেদ।
৩৬ জন খেলোয়াড়কে ট্রাকস্যুট ও জার্সি প্রদান করা হয়।