বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল নারায়ণগঞ্জ মহানগরের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকাস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অডিটরিয়ামে এ কর্মীসভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিলের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মাহবুব মুন্সির সঞ্চালনায় উক্ত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: জাকির হোসেন প্রমুখ।
[video width="1920" height="1080" mp4="https://sokalpratidin.net/wp-content/uploads/2024/10/1000007765.mp4"][/video]
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা কিন্তু এখনও কাঙ্খিত বিজয় অর্জন করতে পারি নাই। এখনও কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার দোসরা নানান ধরণের চক্রান্ত করছে। আমাদের সেই চক্রান্ত মোকাবেলা করতে হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল বলেন, বিগত ফ্যাসিবাদী জালেম সরকার বিভিন্ন রকম কুটকৌশল রচনা করছেন কিভাবে দেশকে অশান্ত করা যায়। কিভাবে বিএনপিকে পূর্বের মত জুলুম-নির্যাতন করা যায়।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।