মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় মেরুরচর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন মাস্টারকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
গতকাল ২২ জানুয়ারি (বুধবার) রাতে বকশীগঞ্জ পৌর এলাকার সরদারপাড়া থেকে জাকির হোসেন মাস্টারকে গ্রেফতার করা হয়।
জাকির হোসেন মাস্টার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ দপ্তর সম্পাদক ছিলেন এবং মেরুরচর ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সদস্য।
নাশকতা মামলায় ইতিপূর্বে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গ্রেফতার করা হলেও এই প্রথম বিএনপির কোনো নেতাকে গ্রেফতার করা হয়েছে। জাকির হোসেন মাস্টার ইউনিয়ন বিএনপির একজন প্রভাবশালী নেতা এবং বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের আস্থাভাজন ব্যক্তি।
জাকির হোসেন মাস্টারকে গ্রেফতারের পর থেকে বকশীগঞ্জে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে শুরু হয় আলোচনা ও সমালোচনা।
অনেক রাজনৈতিক নেতার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় অনেকেই তাকে একজন বিএনপি'র নেতা আবার অনেকেই তাকে সুবিধাবাদী নেতা বলে ফেসবুক পোস্ট করেন। অনেকে আবার বলেন বকশীগঞ্জে রাজনৈতিক নেতারা গোল আলুর মত সব জায়গায় ব্যবহার করা যায়।
জাকির হোসেনের জন্য আক্ষেপ করে উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর তার ফেসবুক কমেন্টে লেখেন
" হায়রে বিএনপি'র দল করে লাভ কি"
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান নাশকতার মামলায় জাকির হোসেন মাস্টারকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।