প্রকাশের সময় 10/03/2025
নারায়ণগঞ্জ রাস্তার পাশের স্ট্রিটলাইট ও বৈদ্যুতিক খুটিসহ বিভিন্ন স্থাপনা থেকে সকল ব্যানার ফেস্টুন অপসারণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
সোমবার (১০ মার্চ) নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া এলাকাসহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিপুল পরিমাণ ব্যানার ফেস্টুন অপসারণ করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) জাকির হোসাইন জানান, পুরো শহরে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ।