নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় ৩হাজার ৬৪বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করেছে প্রশাসন। যার দেশীয় বাজার মূল্য প্রায় ১কোটি ৯০লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেংনি, খারনৈ ইউনিয়নের খারনৈ ও কচুগড়া গ্রামের বিভিন্ন বাড়িতে এই অভিযান চালায়।
বুধবার সকাল থেকে রাত অবধি চলা এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম।
এব্যাপারে সহকারি কমিশনার জানান, কলমাকান্দার বিভিন্ন বাড়ি ও দোকানে বিদেশী পণ্যের অবৈধ মজুদ ও বিক্রয় বন্ধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। এবং তা চলমান থাকবে বলেও জানান তিনি।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।