নেত্রকোণা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়িকে আটক করেছে।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকষ টিম শনিবার রাতে নেত্রকোণা পৌরসভার সাতপাই কেডিসি এলাকায় ফারুক মিয়ার চায়ের দোকানের সামনের খালি জায়গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়ারীকে আটক করে।
আটককৃত জুযারীরা হলো, সাতপাই বড় গাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মোঃ মাসুদ মিয়া(৩৫), ছোট গাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামীম মিয়া(২৭), মৃত আবুল কালামের ছেলে সুমন মিয়া(৩০), আইয়ুব আলীর ছেলে মোখলেছ আলী (৪০), মৃত হাসিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(২৮), মৃত নূর হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন(৩৫), মৃত আঃ গনির ছেলে মোঃ বিল্লাল মিয়া(৩৮)।
তিনি আরো জানান, আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে রবিবার জুয়া আইনে মামলা দায়ের করার পর তাদেরকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।