ইভটিজিং, বাল্যবিবাহ, স্বাস্থ্য সেবা মাদকাসক্তিসহ কিশোর-কিশোরীদের বিভিন্ন ইস্যু ও তাদের সুরক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে৷
সুসং আদর্শ বিদ্যানিকেতন চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান।
মেলায় উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কিশোর -কিশোরী ক্লাবের ৮টি স্টল স্থান পায়। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। স্টলগুলোতে ক্লাবের সদস্যরা দেয়ালিকা ও স্বাস্থ্যসচেতনতামূলক বার্তা, পুষ্টি কর্ণার, উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট, রক্তের গ্রুপ নির্ণয় করাসহ বিভিন্ন স্টল প্রদর্শন করে।
মেলার আয়োজকরা জানান, কৈশোর মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। যে কারণে তাদের সচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন।
এরপর সংগীত, নৃত্য ও আবৃত্তি, প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।