প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৪, ১২:৪৫ পি.এম
নেত্রকোনায় পুলিশের অভিযান, ৪১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক
নেত্রকোনার মডেল থানার পুলিশ বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৪১০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম এর তত্ত্বাবধানে এস আই আশরাফ এর নেতৃত্বে একটি বিশেষ টীম সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র আল আমিনের (৩০) বাড়ীতে অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে ৪১০ পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক ব্যবসায় জড়িত থাকায় অপরাধে মাদক ব্যবসায়ী আল-আমিন ও
চন্দ্রপতি খিলা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মাদক ব্যবসায়ী রাসেল মিয়া (২২) কে আটক করে। উদ্ধার কৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২০৫০০০/-( দুই লক্ষ পাঁচ হাজার) টাকা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করার পর বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।