শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের স্ব স্ব ব্যানারে মাথায় লাল ফিতা এবং গায়ে গেঞ্জি পড়ে খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় মোক্তারপাড়া মাঠে জড়ো হয়।
সকাল সাড়ে ১০ টায় নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া মাঠ থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতা সুব্রত ঘোষ, জেলা মোটর যান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতা বিল্লাল উদ্দিন শেখ বিল্লাল, বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল গফুর, জেলা দোকান কর্মচারী ইউনিয়নের নেতা আব্দুল হেলিম, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী উসমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
জেলা প্রশাসন ছাড়াও নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন, জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জেলা দোকান কর্মচারী ইউনিয়ন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন, জেলা মোটর সাইকেল শ্রমিক ইউনিয়ন, জেলা মাইক্রোস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন, জেলা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, জেলা কাঠ মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, জেলা বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, জেলা ফল বিক্রেতা শ্রমিক ইউনিয়ন, জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন, জেলা বেকারী শ্রমিক ইউনিয়ন, জেলা হোটেল রেস্তুরা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।