সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়ে দলে ‘নতুন রক্ত’ সঞ্চালন, আগামীর নেতৃত্ব তৈরি, তারুণ্যের আবেগের সঙ্গে আদর্শিক সম্মিলন ঘটানোসহ কয়েকটি লক্ষ্য পূরণে দলে নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নেত্রকোনা সদর উপজেলা শাখা।
কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী যুবলীগ আজ বুধবার বিকালে নেত্রকোনা পৌর এলাকার ১ নং ওয়ার্ডের নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতপাই আঞ্চলিক শাখার হল রুমে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাব্বির খান প্রিন্স এর সভাপতিত্বে রৌহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক , নেত্রকোনা পৌর আ’লীগের সভাপতি অর্পিতা খানম সুমি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবলীগের সদস্য রুবায়েত হাসান রাসেল, চল্লিশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান লালু , মৌগাতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুজ্জামান পিপুল, লক্ষীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল সরকার, বিশিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ নয়ন মিয়া ,ঠাকুরাকোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়াসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।
পরে আনুষ্ঠানিক ভাবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।