অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, অনিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের চাকুরি স্থায়ীকরনের দাবিতে চতুর্থ দিনের মত নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি চলছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এই কর্মবিরতি চলছে।
এ সময় বক্তব্য রাখেন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম, জুনিয়র ইঞ্জিনিয়ার, মিটার রিডার, লাইনম্যান, কাম ম্যাসেঞ্জার, বিলিং সহকারীসহ আরো অনেকে। এতে জেলার সকল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেয়।
পরে বক্তারা বলেন, অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের চাকুরী স্থায়ীকরনের জোর দাবি জানান। দাবি মেনে না নিলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।