ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ।
এরপর শুরু হয় গণনা। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে।
এরই ধারাবাহিকতায় নেত্রকোনা সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২৩ কেন্দ্রে নাইমা সুলতানা ফুটবল প্রতীকে ২৪,৪৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুহিন আক্তার হাঁস প্রতীক নিয়ে ১৮,২৯৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়।
নেত্রকোনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে সাইফুল ইসলাম খান শুভ্র ১৬,২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল হক লিপ্টন টিউবওয়েল প্রতিক নিয়ে ১২,২২৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাচনের ভোটারদের সবচেয়ে আকর্ষণের বিষয় ছিল চেয়ারম্যান পদকে ঘিরে। নেত্রকোনা সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে মারুফ হাসান খান অভ্র হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩৮,৩৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৩,৩৯৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়।
এছাড়াও আরো ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন, তারা হলেন, মো: মজিবুল আলম ফারাস হীরা দোয়াত-কলম প্রতীকে প্রাপ্ত ভোট ২২,২০৩, মো: আতাউর রহমান মানিক কাপ-পিরিচ প্রতীকে প্রাপ্ত ভোট ১৭,৪৫০, এ কে এম আজহারুল ইসলাম অরুণ ঘোড়া প্রতীকে প্রাপ্ত ভোট ১৩,০৪৩, আজিজুর রহমান খান আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ৪,৫১২, ভাইস চেয়ারম্যান পদে মো: আব্দুল খালেক তালুকদার চশমা প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট ৯,৪০২, অজয় চক্রবর্তী তালা প্রতিক নিয়ে প্রাপ্ত ভোট ৬,৯৫১, আহসান উল্লাহ উড়োজাহাজ প্রতিক নিয়ে প্রাপ্ত ভোট ৫,২২১, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী ভট্টাচার্য কলম প্রতীকে প্রাপ্ত ভোট ৭৬৭৩।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।