আইরিন আলিফ, নেত্রকোনা
নেত্রকোনা সদর উপজেলার কেগাতি ইউনিয়নের ওপর দিয়ে রোববার রাত আড়াইটার দিকে ঘূর্নিঝড় বয়ে গেছে। কয়েক মিনিট স্থায়ী ঘূর্নিঝড়ে কাঁচাবাড়ি, বৈদ্যুতিক খুটিসহ অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও সদর ইউএনও তানিয়া তাবাসসুম সোমবার সকালে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ কেগাতি ইউনিয়নের কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, ঘূর্নিঝড়ে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউপি চেয়ারম্যান এবং মেম্বারগণকে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আমরা নৌকায় এবং পায়ে হেটে ক্ষতিগ্রস্থ গ্রামগুলো পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করা হবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।