আইরিন আলিফ,নেত্রকোনা
নেত্রকোনা জেলা মহিলা পরিষদের উদ্যোগে শসিবার সকাল ১১টায় জেলা শহরের অজহররোডস্থ কার্যালয়ে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ প্রতিপাদ্যকে লালন করে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকীর সভাপতিত্বে এবং আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটির সন্ধালনায় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম। জেলার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মহিলা পরিষদের সম্মানিত সদস্য শরিফা শরীফ বর্ষা। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি সাফিয়া লায়েছ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শ্রিপ্রা সিংহ, অর্থ সম্পাদক আফরোজা চৌধুরী, প্রচার সম্পাদক নাদিয়া আক্তার ঝর্না, সম্মানিত সদস্য শাম্মী খান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা মহিলা সাধারন সম্পাদক তাহেজা বেগম বলেন, গত একবছরে প্রাপ্ত ৭২টি অভিযোগের মধ্যে মহিলা পরিষদের প্রচেষ্ঠায় ৩৪টি নিষ্পত্তি করা হয়েছে। ৩১টি অভিযোগের মামলা আদালতে বিচারাধীন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।