আইরিন আলিফ, নেত্রকোনা
নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় শনিবার সন্ধ্যায় জেলা শহরের কয়েকটি ওয়ার্ডে নৌকা প্রতীকে আগাম ভোট প্রার্থনায় গণসংযোগ ও পথসভা করেছেন।জেলা শহরের বড়বাজার চালমহাল এলাকায় গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় এমপি বলেন, বিশ্ব মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই স্মাট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গনতন্ত্রের প্রতীক, নৌকা আওয়ামীলীগের প্রতীক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশে উন্নয়নের রোল মডেল। তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নে দিশেহারা হয়ে বিএনপি-জামাত চক্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। উক্ত পথসভায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।