নেত্রকোনা জেলা সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখকদে স্হায়ী ভাবে বসার জন্য কর্ম বিরতী ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
গত ১৬ই মে কর্ম বিরতী ও মানববন্ধন এর পর থেকে জেলা সাবরেজিস্ট্রার অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকায় জনগণের ভোগান্তি চরমে, সেই সাথে সরকার রাজস্ব হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার।
দলিল রেজিস্টি করতে আসা অনেকের সাথে কথা বলে জানা যায়, কারো অসুস্থ রোগিকে চিকিৎসার জন্য জমি বিক্রি করেছি দলিল করতে না পারায় চিকিৎসা নিতে পারছি না তাছারা নানান সমস্যায় পড়তে হচ্ছে আমরা চাই এই সমস্যার দূত সমাধান হোক এবং সাবরেজিস্ট্রার অফিসের সকল কার্যক্রম চালু হোক।
নেত্রকোনা জেলা সদর সাবরেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রাজ্বাক বাচ্চুর সাথে কথা বললে তিনি বলেন জেলা সাবরেজিস্টার অফিস বন্ধ থাকা মানে অনেক ক্ষতি হওয়া সরকার হারাচ্ছে রাজত্ব, জনগনের ভোগান্তি, দূর দোরান্ত থেকে লোকজন এসে ঘুরে যাচ্ছে আমরা চাই এর একটি সুষ্ঠ সমাধান।
সকলের কথা চিন্তা করে উপর মহলে কথা বলে দেখবো আগামি সাপ্তাহে অফিসের সকল কার্যক্রম চালু করা যায় কিনা।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।