প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৪, ৩:০১ পি.এম
নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আাতাউর রহমান মানিকের গনসংযোগ
আসন্ন নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান প্রার্থী মুজিব আদর্শের অগ্রপথিক সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান, নেত্রকোনা জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সফল ব্যবসায়ী পরিছন্ন রাজনীবিদ ক্লিন ইমেজের নেতা বর্তমান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননন্দিত জননেতা আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক ।
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সরকার বিরোধী অন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভাবে জড়িত, বর্তমানে দল দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও নেননি কোন অনৈতিক সুবিধা । তিনি এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা কলেজ ও স্কুলের সততা ও নিষ্টার সাথে সভাপতির দায়িত্ব পালন করছেন, তাছাড়া সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত, দলীয় সকল কর্মকান্ডে এলাকার জনগনকে নিয়ে সফল ভাবে অংশগ্রহন করেছেন। বঙ্গবন্ধুর আদর্শের জনবান্ধব এই কর্মীকে পুনরায় যেন চেয়ারম্যান পদে ভোট দিয়ে সঠিক ভাবে মূল্যায়ন করা হয় সে দাবিই করেছেন এলাকার নেতা-কর্মীরা
এ লক্ষ্যে তিনি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থানা জেলা নেতাকর্মীদের সাথে জোর লবিং তদবির ও প্রচার-প্রচারণায় দিন রাত ব্যস্ত সময় পার করছেন।
চেয়ারম্যান হতে পারলে, নিজেকে নেত্রকোনা সদর উপজেলার উন্নয়নে উৎসর্গ করবেন বলেও জানান এই প্রার্থী।
জানা যায়, আতাউর রহমান মানিক এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান পারিবারিক ভাবেই সবোর্চ্চ ডিগ্রি ধারী ও সুশিক্ষিত, তিনি চল্লিশা হেনা ইসলাম কলেজের আজীবন দাতা সদস্য ও প্রথম অধ্যক্ষ,বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি, বাগড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি, মৌলভী নগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগের সমর্থক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তার স্ত্রী সালমা রহমান মহিলা আওয়ামী লীগের সাথে জড়িত, মানবাধিকার কমিশন নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা জেলার আজীবন সদস্য, একমাত্র মেয়ে এমবিবিএস পাশ করে ডাক্তারি পেশায় জড়িত, ছেলে রেজাউর রহমান ফয়সাল নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি এর সহকারী একান্ত সচিব।
উপজেলা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন সামনে রেখে তিনি গত একযুগ ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, ক্লাব, সমিতি,স্কুল, কলেজ,মাদ্রাসা, মসজিদ, মন্দির, চায়ের দোকান, বিভিন্ন হাট বাজার পথে প্রান্তে দলীয় কর্মী ও জনগণের সঙ্গে আলোচনা সভা উঠান বৈঠক ও ব্যাপক গনসংযোগ সহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও দোয়া চাইছেন কুশল বিনিময় করছেন ভোট চাইছেন।
এ প্রসঙ্গে আতাউর রহমান মানিক বলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপ নির্বাচনে স্বল্প সময়ের জন্য চেয়ারম্যান হওয়ার সুবাদে তৃনমূলের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং আমার একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে, তাই যেখানেই প্রচারণা চালাতে যাচ্ছি, সেখানেই সাড়া পাচ্ছি।
তিনি আরো বলেন, জনগন যদি আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করেন তাহলে নেত্রকোনা সদর উপজেলা পরিষদকে একটি আধুনিক স্মাট আদর্শ মডেল উপজেলা পরিষদ হিসাবে গঠন করব এবং নিজেকে সদর উপজেলা পরিষদের উন্নয়নে উৎসর্গ করব এজন্য আমি দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা ও ভোট প্রত্যাশা করছি।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।