গোলাম শাহাদাত খান (সোহেল)
নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের সম্মানিত সদস্য সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় রোববার সন্ধ্যায় জেলা শহরের ৪নং ওয়ার্ডে গনসংযোগ করেছেন।
গণসংযোগকালে গজিনপুর মোড়ে সংক্ষিপ্ত পথসভায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি এলাকার উন্নয়নে অনেক কাজ করেছি। এরমধ্যে শেখ হাসিনা বিশ^বিদ্যালয়, নেত্রকোনা মেডিকেল কলেজ, ইনডোর স্টেডিয়াম, আন্তঃনগর ট্রেন চালু, মগড়া সেতু, সড়ক ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত, বিদ্যুতায়নসহ বিভিন্নখাতে ব্যাপক উন্নয়ন কাজের বাস্তবায়ন করেছি।
মাত্র ৫ বছর সময়ের মধ্যে বেশ কয়েকবার প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে আমি সাধারন মানুষের পাশে ছিলাম। আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে পুনরায় নির্বাচিত হয়ে আমি আপনাদের পাশে থেকে সবসময় সেবাদানের সুযোগ চাই। এ সময় জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনিসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।