মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১০ ) অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন শাখার আয়োজনে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামী বাংলাদেশ পাটিচড়া ইউনিয়ন শাখার আমির আলহাজ্ব মোহাম্মদ আলী মাষ্টার এর সভাপতিত্বে প্রধাব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা পশ্চিম শাখার আমির ও নওগাঁ - ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা পশ্চিম শাখার সেক্রেটারী মাও মোঃ নাজমুল ইসলাম , সহ সেক্রেটারী মাও আব্দুল মুকিম, পত্নীতলা উপজেলা শাখার আমির মাও মাজেদুর রহমান, নজিপুর পৌর সভার সহ সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের পত্নীতলা উপজেলা শাখার সাবেক সভাপতি এ্যাড মোঃ আখতার ফারুক প্রমূখ। উক্ত পথ সভায় বক্তারা ছাত্র জনতা আন্দোলনের সকল শহিদ ও আহতদের স্মরণ করে এবং নতুন বাংলাদেশ বির্নিমানে সকলের সহযোগিতা চান।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।