পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে রংপুর পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু।
তিনি বলেন বিগত স্বৈর শেখ হাসিনা শাসকের আমলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে বিগত ১৬ বছরে দলীয় নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা এবং দলে অনুপ্রবেশ ঠেকানো ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের উজ্জীবিত করতে সাংগাঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান লাকু সদস্য সচিব রংপুর জেলা বিএনপি। এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক লিক্সন পাইকাড়,রংপুর জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকার, পৌর বি এন পির আহবায়ক সাইফুল আজাদ সহ ১৫ টি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবগণ এ সময় সাংগঠনিক বক্তব্য রাখেন।
উক্ত সাংগঠনিক মত বিনিময় সভায় প্রধান অতিথি বলেন বিগত ১৬ বছরে হাসিনা ওয়াজের স্বৈরশাসনের আমলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের গণ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নিয়ে একটি কুচক্রী মহল সাধারণ মানুষের কাছে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে।
তাই বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি, আগামী দিনে বিএনপির সুনাম রক্ষা করতে সকলের প্রতি আহবান জানান । সেই সাথে দলে অনুপ্রবেশ ঘটার প্রক্রিয়াকে প্রতিহত করতেও সচেষ্ট থাকার আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন একটি কুচক্রী মহল অফিস শহর-বন্দর পাড়া মহল্লায় বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদা তোলার চেষ্টা করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে সংগঠনটির নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন।