প্রকাশের সময় 14/09/2024
জামালপুরে বকশীগঞ্জে পুলিশের প্রভাব খাটিয়ে এক পুলিশ সদস্য ও তার ভাই জমি দখলের জন্য নিরীহ মানুষের বাড়ি ঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে নিলাক্ষিয়া চৌরাস্তা মোড়ে জানকিপুর মানজালিয়া এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান,সামছুল হক চুটকু,সিরাজ আলী বাচ্চি বেগমসহ আরো অনেকেই এসময় বক্তারা বলেন, পুলিশ সদস্য শাহীন মিয়া ও তার বড় ভাই সোহেল রানা পুলিশের নাম ভাঙ্গিয়ে এলাকায় নিরীহ মানুষের জমি দখলের জন্য বাড়ী ঘরে হামলা ভাংচুর, রাস্তা বন্ধ ও মারধর করে।
বক্তারা আরো বলেন নিলাক্ষিয়া ইউনিয়নের মানজালিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে পুলিশ সদস্য শাহীন মিয়া ও সোহেল রানা পুলিশের দাপট দেখিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করছেন। এমনকি জোরপূর্বক জমি দখল, অন্যান্য জমি থেকে বালু উত্তোলনসহ নানা অপকর্ম করে যাচ্ছে। ভুক্তভোগী বাচ্চি বেগম জানান ,আমাকে অন্যায়ভাবে এলোপাতারি কুপিয়ে যখম করে পুলিশ সদস্য শাহীন মিয়া। আমি তার বিচার চাই, বিচার চাই। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এর আগে এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী রমজান আলী নামে এক ব্যক্তি।