নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইসবপুর গ্রামের ধর্ষণ মামলার আসামি মো: তাসলিম(২৪) কে গাজীপুর থেকে গ্রেফতার করে র্যাব-১৪ এর একটি দল। আসামী মোঃ তাসলিম মোঃ জালাল উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মোঃ আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যে সাংবাদিকদের জানান, আসামি তাসলিম ভিকটিমকে প্রায় সময় রাস্তাঘাটে উত্যক্ত করতো।
ভিকটিমের মা একাধিক বার আসামীর পরিবারের কাছে বিচার দিলে তার পরিবার তা কর্ণপাত না করলে ধর্ষক মো: তাসলিম আরও বেশি উত্যক্ত করা শুরু করে। এ বছর মার্চ মাসের ১০ তারিখ ধর্ষক তাসলিম ভিকটিমকে তার বাড়ীর সামনে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন হিরণপুর এক আত্মীয়ের বাসায় নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। অপহরণের একমাস পর ওই বাড়ি থেকে ধর্ষিতাকে উদ্ধার করে। উদ্ধারের পর ভিকটিমের মা বাদী হয়ে ০১টি ধর্ষণ মামলা করে। মামলা হওয়ার খবর পেয়ে ধর্ষক মোঃ তাসলিম(২৪) এলাকা ছেড়ে পালিয়ে যায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১ এর যৌথ অভিযান করে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ভাওয়াল মির্জাপুরের একটি হোটেল থেকে আজ (১১মে) ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ তাসলিম(২৪) কে গ্রেফতার করে র্যাব।
আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় ধর্ষক মোঃ তাসলিম(২৪) কে র্যাব হস্তান্তর করা হয়।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।