
প্রকাশের সময় 23/04/2025
সকাল প্রতিদিন ডেস্ক:-
গত ১০ এপ্রিল ও ১৯ এপ্রিল চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত, দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকা সহ কয়েকটি দৈনিকে “মতলবে বেলতলীর ত্রাস আওয়ামী সভাপতি পূত্র ইয়াবা শুভ্র” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মো. শাহনূর হাসান শুভ্র।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে এবং আমার মরহুম পিতাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ভুল তথ্য দিয়ে আমাকে এবং আমার পরিবারের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।
প্রকাশিত সংবাদটি বানোয়াট দাবি করে প্রতিবাদপত্রে তিনি বলেন, আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলে আমার পিতা মরহুম মো. শাহজাহান সরকার কেমন মানুষ ছিল তা এ এলাকার সবাই ভালো করে জানে। আমার বাবা ছিল সত্যবাদী, স্পষ্টবাদী, সমাজসেবক। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। আমার বাবার মৃত্যুর পূর্বে আমি বেশিরভাগ সময় ঢাকাতে বসবাস করেছি। বাবার মৃত্যুর পরে আমি তার একমাত্র ছেলে হিসাবে বাবার সোনা অক্ষুন্ন রাখার জন্য ও তার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি দেখাশোনার জন্য মতলবে সময় দিচ্ছি। এখন কে বা কাহারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার শুরু করেছে। আমি উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।