প্রকাশের সময় 20/02/2025
বিনোদন প্রতিবেদক: ভালোবাসার মাসের শেষ পর্যায়ে এসে গতকাল ১৯ ফেব্রুয়ারি জে.কে মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রোমান্টিক মিউজিক ভিডিও ‘ভালোবাসি যে তোমায়’। তরুণ নির্মাতা এসএ সাইদুল পরিচালনায় মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাদমান সামীর ও নতুন দিনের অভিনেত্রী জুঁই শেখ। গীতিকার রিহানের কথা ও দ্বীন ইসলাম শাহরুখের সংগীতে গানে কন্ঠ দিয়েছেন শ্যাম কুমার ও মোস্তারি জাহান মুক্তি। মিউজিক ভিডিওটি প্রকাশ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় গান প্রকাশ অনুষ্ঠান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডিএ তায়েব। এছাড়া চিত্রনায়ক সাদমান সামীর, অভিনেত্রী জুঁই শেখ, নির্মাতা এসএ সাইদুল, কণ্ঠশিল্পী শ্যাম কুমার সহ অনেকে। মিউজিক ভিডিওটি নিয়ে অভিনেত্রী জুঁই শেখ বলেন, অসম্ভব সুন্দর লিরিকস এবং রোমান্টিক সুরের একটি গান। আশাকরি দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন এবং সিনেমাটিক ফিল পাবেন। চিত্রনায়ক সাদমান সামীর বলেন, এর আগেও বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু ‘ভালোবাসি যে তোমায়’ মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে, সিনেমার কাজ করে যে উপলব্ধিটা হয় ঠিক তাই। আশাকরি দর্শকদের গানটি ভালো লাগবে।