জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর ময়মনসিংহ বিভাগীয় প্রতিযোগিতায় গত বছরের ন্যায় এবারও শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বুধবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে
প্রাথমিক শিক্ষা পদক বিভাগীয় বাচাই কমিঠির সভাপতি ও বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আলী রেজার উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে, জেলা পর্যায় থেকে শ্রেষ্ঠ হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়া বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাদা ওসমানী জানান,আমি সর্বদাই চেষ্টা করি ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমাতে এবং শিক্ষার্থীদের উপস্থিতি,পাঠ্যদান ও মৌলিক বিষয় গুলো নিশ্চিত করতে। এ শ্রেষ্ঠত্বের অর্জন শুধু আমার নয় এই বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দের কঠোর পরিশ্রমের ফল এ শ্রেষ্ঠত্ব আমাদের মোহনগঞ্জ বাসীর, এই শ্রেষ্ঠত্ব যাতে ধারাবাহিক ভাবে বজায় রাখতে পারি এজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।