নওগাঁর পত্নীতলার কৃতি সন্তান সফট্ওয়ার ইঞ্জিনিয়ার জাররাফ আহম্মেদ প্রীতম এর হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠি, এলাকার সূধিসমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ।
বুধবার ( ২৮ আগষ্ট ) বিকেল ৫ টায় পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যেন্ডে সাধারণ জনগণের ব্যানারে পত্নীতলার কৃতি সন্তান সাবেক অধ্যাপক বদিউল ইসলামের ছেলে সফট্ওয়ার ইঞ্জিনিয়ার জাররাফ আহম্মেদ প্রীতম এর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
জানা যায়, ইঞ্জিনিয়ার জাররাফ আহম্মেদ প্রীতম নজিপুর থেকে গত ২৬ আগষ্ট ঢাকার উদ্দেশ্য রওনা হয়। ২৭ আগষ্ট মঙ্গলবার ভোরবেলা ঢাকায় পৌঁছালে সিএনজি করে বাসায় যাবার সময় ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা এসময় তাকে ছুড়ি দিয়ে এ্যালোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।