প্রকাশের সময় 25/01/2025
ফতুল্লায় একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী ও মাদকসেবী শামীম সরদার বেপরোয়া হয়ে উঠেছে। কয়েক বার পুলিশের হাতে গ্রেফতার হলেও থেমে নেই তার মাদক ব্যবসা। জেল খেটে এসে বীরদর্পে পুনরায় রামারবাগ সহ আশেপাশের এলাকায় গড়ে তুলেছে মাদকের স্বর্গরাজ্য।
৫ ই আগস্ট সরকারের পতনে পর পরিস্থিতি বুঝে পুলিশের তেমন তৎপরতা না থাকায় মাদক ব্যবসায়ী শামীম এলাকার উঠতি বয়সী যুবকদের ও কোমলমতি কলেজ পড়ুয়া ছেলেদের হাতে টাকার বিনিময়ে তুলে দিচ্ছে ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ নানান রকমের মাদক।
বেশ কয়েকবার থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে এসে মাদক সেবন ও মাদক বিক্রির টাকার জন্য নিজের মা-বাবা ভাই-বোন এর উপর শুরু হয় অত্যাচার। মাদক ব্যবসায়ী শামীমের এমন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পিতা আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরদার আদালতে মামলা দায়ের করে। যাহার মামলা নং-৭৯/১৬ মামলায় সালাউদ্দিন উল্লেখ করেন মাদক সেবী শামীম সরদার নেশা সেবনে পুনরায় অভ্যস্ত হইয়া পড়ে। তাহার নেশার টাকা যোগার করার জন্য সে তাহার স্ত্রী, বোন, মা ও পিতাকে নানা ভাবে শারীরিক মানষিক ও সামাজিকভাবে নিযার্তন করিতে থাকে।
আলহাজ্ব মোঃ সাালাউদ্দিন মাদকসবী ও মাদক ব্যবসায়ী ছেলের এমন কর্মকান্ডে শারীরিক ও মানষিক ভাবে ভেঙ্গে পরে অসুস্থ হয়ে মৃত্যুবরন করে। তার মারা যাওয়ার পর থেকে সে আরো বেপোরোয়া হয়ে উঠে তার পর থেকে পরিবারের উপর নিযার্তনের মাত্র আরো বেড়ে যায়। মাদক সেবন ও মাদক বিক্রির টাকার জন্য পরিবারের উপর শুরু হয় অমানবিক অত্যাচার। তার অত্যাচার নিযার্তন সহ্য করতে না পেরে মা নিলুফা বেগম, বোন পিয়াসা, ভাই, এড, জাহাঙ্গীর আলম মাদক ব্যবসায়ী শামীম সরদারের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা একাধিক লিখিত অভিযোগ সহ নারারয়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এই মাদক ব্যবসায়ী শামীম সরদারের বিরুদ্ধে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ও মামলা রয়েছে যাহার মামলা নং ৭১/২০২৫।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিন গভীর রাতে তার বাড়িতে মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়। এ বিষয়ে তার বিরোদ্ধে প্রতিবাদ করলেই তার লালিত মাদকসেবী গুন্ডা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে হয়। এলাকায় সে মাদকসেবীদেও নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও যানা যায়। তার বিরোদ্ধে একাধিক মামলা থাকা সত্বেও গ্রেফতার করতে পারছেনা ফতুল্লা মডেল থানা পুলিশ।
মাদক ব্যবসায়ী শামীম সরদারের এমন অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন নিজের এলাকাসহ আশেপাশের এলাকার শান্তিপ্রিয় মানুষ। যুবসমাজ ধ্বংসকারী মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি শামীমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ভুক্তভোগী এলাকার মানুষ।