মাহবুব লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত মহড়ায উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী ও সূধীজন। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে মহড়া পরিচালনা করে ফায়ার সার্ভিস কর্মীরা। দিবসটি উদযাপনে সহযোগীতা করে ইসলামিক রিলিফ বাংলাদেশ, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, উদয়াঙ্কুর সেবা সংস্থা, একশনএইড বাংলাদেশ, রিফ্লেকশন একশন সার্কেল লিডার ও ইয়াং পিপল।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।