প্রকাশের সময় 10/03/2025
মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্ত্ততি দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ” দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সোমবার ১০ মার্চ সকাল এগারোটায় ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস চত্বরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা। এতে মহড়া পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মন্জুর আলমের সাথে ফায়ার সার্ভিসের একটি টিম। সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ, ইসলামী রিলিফ বাংলাদেশ, ইউএসএ, অ্যাকশন এইড,এম জে এস কে এস,টি এম এস এস, সি ই এম আর সি বি (রিভার)। এছাড়াও জাতীয় দুর্যোগ দিবসে উপস্থিত ছিলেন,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীসহ অন্য মান্য ব্যক্তিবর্গ।