মাহবুব লিটু , ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : "দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ",এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর শুক্রবার জাতীয় যুব দিবস পালন করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য রেলি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে প্রশিক্ষণ উদ্বোধন, সনদপত্র বিতরণ এবং যুব সংগঠক ও যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারানুম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা আকবর কবিব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার (লিটু) সফল উদ্যোক্তা নারী মৌসুমি আক্তার। বিআরডিবি কর্মকর্তা উম্মে কুলছুম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা রহমান ও ফুলবাড়ী শিক্ষার্থী সংসদ জাকারিয়া হোসেন (বাঁধন) এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন যুব সমিতির সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বিন্দু উপস্থিতি ছিলেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।