প্রকাশের সময় 17/02/2025
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি ।।
বকশীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলা যুবলীগের নেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ ।
১৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার পশ্চিম নামাপাড়ার গ্রামের মৃত খোরশেদ আলী মন্ডলের ছেলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন স্বপন মন্ডল (৪২) ও পৌর এলাকার নয়াপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগ নয়াপাড়া মোড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এরশাদ হোসেন(৪০)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অন্য অভিযানে পৌর এলাকায় ৫০ লিটার চোলাই মদসহ শ্রীমতি শেফালী রাম (৪০) নামে এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে।