মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
২১ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে বগারচর ইউনিয়নে আলিরপাড়া গ্রামে সিংগিডোবা বিলে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
গত কয়েকদিন ধরে সিংগিডোবা বিলে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র।
এতে পরিবেশের ভারসাম্য বিনষ্টের পাশাপাশি রাজস্ব বঞ্চিত হচ্ছিল সরকার।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ ড্রেজার চক্রের কাউকে না পেয়ে ড্রেজার মেশিন গুলো ধ্বংস করেন।
অবৈধ ড্রেজার বন্ধে অভিযান পরিচালনা করায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তির বহিঃপ্রকাশ দেখা যায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।