মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি।।
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত ১২টা এক মিনিটের প্রথম প্রহরে বকশীগঞ্জে শহীদ মিনারে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি রাত্তির প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। পরে বকশীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বকশীগঞ্জ থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), হাইওয়ে থানা, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বকশীগঞ্জ ফায়ার সার্ভিস, বকশীগঞ্জ সাব রেজিস্টার অফিসসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেলও আওয়ামী লীগ, জাতীয় পার্টির কোন নেতাকর্মীকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়নি।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে দেশ জাতির কল্যাণে এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের জনসাধারণ মোনাজাতে অংশগ্রহণ করে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।