প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪, ৮:৪২ পি.এম
বকশীগঞ্জে আলিম ১ম বর্ষের নবীন বরণ ও পুরস্কার বিতরণ
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মোঃ সুলতান মাহমুদ খসরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড.আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকী, সাবেক ডীন, থিওলজি এন্ড ইসলামি স্ট্যাডিজ অনুষদ, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক হযরত মাওঃ মোঃ নুরুল ইসলাম আব্দুল্লাহ্ সাবেক অধ্যক্ষ বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিউল্লাহ কাইছার, বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার সাবেক জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমানসহ আরো অনেকেই।
অনুষ্ঠান শুরুর আগে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।