জামালপুরের বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বকশীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে থানা প্রাঙ্গণে মতবিনিময় সভায় বকশীগঞ্জ থানার উপ- পরিদর্শন (এসআই) আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহিন আল আমিন, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দায়, রকিবুল হাসান বিদ্রোহী,ইমরান আকন্দসহ স্থানীয় সংবাদ কর্মীরা।
এসময় থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ তার বক্তব্যে বলেন, মাদক, জুয়া, বাল্য বিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স গড়ে তোলবো।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।