বকশীগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি : বকশীগঞ্জে গৃহবধু সূচনা আক্তার সূচী (২৭) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পৌর শহরের মালিরচর মন্ডলপাড়া এলাকাবাসী এই কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে সূচীর স্বজনরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মালিচর মন্ডলপাড়া-ধুমালী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মিজানুর রহমান,আলমগীর মিয়া,মজনু মিয়া ও গৃহবধূ সূচনার মা রোজিনা বেগম প্রমূখ। আসামীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। গত শুক্রবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের আইড়মারি খানপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে সূচীর লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়,বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইড়মারী খানপাড়া গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে আলমাছ হোসেন আরিফের (৩২) সাথে প্রায় পাচঁ বছর পূর্বে পৌর শহরের মালিরচর মন্ডলপাড়া গ্রামের বেলায়েত মিয়ার মেয়ে সূচনা আক্তার সূচীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত শুক্রবার সন্ধ্যায় তার স্বামী ও শশুড় বাড়ির লোকজনের সাথে পারিবারিক বিষয় নিয়ে সূচনার ঝগড়া হয়। পরে রাত ৮ টার দিকে পুলিশ তার স্বামীর ঘর থেকে গৃহবধু সূচীর লাশ উদ্ধার করে। ঘটনার পরেই সূচীর স্বামী ও শশুড়সহ বাড়ির লোকজন পালিয়ে যায়। এই ঘটনায় গৃহবধু সূচীর মা রোজিনা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সূচনার শাশুড়ী আকলিমা বেগম (৫৫) কে গ্রেফতার করেছে। মানববন্ধনে সূচনার মা রোজিনা বেগম বলেন,বিয়ের পর থেকে স্বামী ও শশুর বাড়ির লোকজন সূচনাকে নানা ভাবে নির্যাতন করে আসছিল। তার মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাবেক কাউন্সিলর মিজানুর রহমান বলেন,এটা পরিকল্পিত হত্যাকান্ড। সূচনা যদি আত্মহত্যা করেই থাকে তাহলে বাড়িতে খবর না দিয়ে শশুর বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেলো কেন। দোষীদের শাস্তি দাবি জানান তিনি। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে,গৃহবধুর শাশুড়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।