প্রকাশের সময় 13/10/2024
নিজস্ব প্রতিনিধিঃ এ,কে,এম নুর আলম নয়ন জামালপুরের বকশীগঞ্জে চরকাউড়িয়া উত্তর সীমারপাড় এলাকায় ১ম বার্ষিক ইসলামি মহাসম্মেলন ২৩ অক্টোবর বুধবার জামিয়তুস সুফ্ফাহ আর রাহমানিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গন ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত ইসলামি মহাসম্মেলনের ১ম তম অধিবেশন শুরু হবে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত (মহিলাদের জন্য) আর ২য় অধিবেশন শুরু হবে বাদ আসর হইতে রাত্রি পর্যন্ত। ইসলামী মহাসম্মেলন মাহফিলে তাশরিফ আনবেন প্রথম পর্বে প্রধান বক্তা আলহাজ্ব মুফতি সাইফুল ইসলাম জিহাদী ( ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ বেড়া থানা, পাবনা )। আর দ্বিতীয় পর্বের প্রধান বক্তা রয়েছেন, মুফতী জহিরুল ইসলাম জাহেরী, সিরাজগঞ্জ ( ইমাম ও খতিব, দেউরপাড়া চন্দ্রা কেন্দ্রীয় জামে মসজিদ জামালপুর)। অত্র মাদ্রাসার পক্ষ থেকে দুই পর্বের অনুষ্ঠানে যৌথ সভাপতিত্ব করেন, হযরত মাওলানা মোঃ এনামুল হক সুপার (দত্তেরচর মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসা),ও হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম মুহতামিম মাদ্রাসা- ই- মাদানিয়া আরাবিয়া, বাট্টাজোড় জিন্নাহ বাজার। উক্ত অনুষ্ঠানে আরও সার্বিক সহযোগিতায় রয়েছেন, মুফতি মাহবুবুর রহমান (মুহতামিম ও পরিচালক অত্র জামিয়া) তারা সকলে সর্বস্তরের জনগণকে সম্মেলনে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন।