প্রকাশের সময় 30/10/2024
মো: মোরাদুজ্জামান, ( জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জ হাসপাতালে মহিলা ডাক্তারের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার নামীয় আসামী ৮ জন। অজ্ঞাতনামা আসামী ৫০ জন। ২৯ অক্টোবর দিবাগত রাতে বকশীগঞ্জ থানায় ওই মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে পুলিশ খোকন মিয়া নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। জানা যায়, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ অক্টোবর সন্ধ্যায় অসুস্থ্য অবস্থায় ভর্তি হয় পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলী। একই রাতে চিকিৎসাধীন অবস্থায় রজব আলী মারা যায়। এর পরেই রজব আলীর লোকজনরা ডাক্তার আসমা লাবনীর উপর হামলা ও মারপিট করেন। এ ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও কর্মচারীরা কর্মবিরতী পালন করেন। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ বিষয়ে ২৯অক্টোবর দিবাগতরাতে বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার বাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। মামলার নামীয় আসামী ৮ জন। পুলিশ রাতেই মামলার আসামী খোকন মিয়াকে গ্রেফতার করে। নামীয় আসামীদের মধ্যে স্থানীয় সাংবাদিক মুভিবাংলার একেএম নূর আলম নয়ন, ভোরের বাংলার মারুফ হাসান ও আজকের বসুন্ধরার রফিকুল ইসলামের নাম রয়েছে। মামলা ও আসামী গ্রেফতারের পরেই হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা ৩০ অক্টোবর বুধবার কর্মবিরতী প্রত্যাহার করে নেন। এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মোহাম্মদ আজিজুল হক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আইনি ব্যবস্থা গ্রহনের পরেই কর্মবিরতী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। ১ জন আসামী গ্রেফতার হয়েছেন। অন্যদের গ্রেফতার অভিযান চলমান।