মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে পিকআপ চাপায় ফৌজিয়া আফরিন(৩৬) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
২৫ মার্চ (মঙ্গলবার) সকালে বকশীগঞ্জ- কামালপুর মহা সড়কে হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ফৌজিয়া আফরিন বকশীগঞ্জ উপজেলার মধ্য ঘাষিরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষিকা মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে ভ্যান গাড়ি যোগে তার শিক্ষা প্রতিষ্ঠান রহিমা সালাম স্কুল এন্ড কলেজের উদ্দেশ্যে আসছিলেন। পথমধ্যে বকশীগঞ্জ-কামালপুর মহা সড়কে হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এর সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। গুরুতর আহত অবস্থায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন পিকআপটি আটক করা সম্ভব হয়নি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
০১৯১২-৫১০৯০২
২৫/০৩/২০২৫
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।