মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দীন ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৩ এপ্রিল (রবিবার) বিকালে বগারচর ইউনিয়নের টাঙ্গারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
দীন ইসলাম টাঙ্গারীপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে একই গ্রামের নানার বাড়িতে বেড়াতে গিয়ে খেলতে থাকাবস্থায় নানার বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় শিশু দ্বীন ইসলাম ।
এ সময় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশু দ্বীন ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান ঘটনাস্থলে আমি স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও টেলিফোনে শুনেছি পরে থানা পুলিশকে অবগত করেছি।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পানিতে ডুবে শিশুর মত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।