নিজস্ব প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১ টার দিকে পৌর শহরের পশ্চিমবাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অ¯্রধারী হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নেটিজেনরা। তবে দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়,বকশীগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজার এলাকায় ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত পশ্চিমপাড়া এলাকার প্রেম কুমার ডুমের সাথে নামাপাড়া গ্রামের আবু সাইদের বিরোধ চলে আসছে। এই নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। পরবর্তীতে উভয়পক্ষই আদালতে মামলা করেছেন। বুধবার দুপুরে দোকান ঘর মেরামতের জন্য যান ব্যবসায়ী আবু সাইদ ও তার ছেলে মিজানুর রহমান। এ সময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় মোহন কুমার, বিশাল কুমার ও নয়ন কুমার সহ অন্তত ১০-১৫ জন। খবর পেয়ে আবু সাইদের লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করেন হামলার শিকার ব্যবসায়ী আবু সাইদ ও তার ছেলে মিজানুর রহমান। মিজানুর রহমান বলেন, ২০০২ সালে তার বাবা আবু সাইদ গোহাটি এলাকায় ৫ শতক জমি কিনেন। জমি কেনার পর থেকেই সেখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। উক্ত জমিতে টিনসেড দুটি দোকান রয়েছে। যা ভাড়া দেয়া হয়েছে। গত বছর পুরাতন টিনেসড ঘর দুটি মেরামতের উদ্যোগ নেয় আবু সাইদ। দোকানের কাজ করতে গেলে প্রেম কুমার, মোহন কুমার, বিশাল কুমার,নয়ন কুমার ও তাদের লোকজন ওই জমি তাদের দাবি করে কাজ করতে বাধাঁ দেয়। এ ঘটনায় একাধিকবার শালিস বৈঠক হয়। সুরাহা না হওয়ায় প্রেম কুমার গংদের বিরুদ্ধে আদালতে মামলা করেন আবু সাইদ। উক্ত মামলায় বিবাদীদের ওই জমিতে যেতে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। আদালতের নির্দেশে বিবাদীদের বিষয়টি অবগত করেন বকশীগঞ্জ থানা পুলিশ। বুধবার দোকান ঘর মেরামতের জন্য যান আবু সাইদ। এ সময় প্রেম কুমার গংরা রামদা,লাঠি সোঠা নিয়ে তাদের উপর হামলা চালায় ও ব্যাপক ভাংচুর করে। তাদের হত্যা করার উদ্দেশ্যেই হামলার ঘটনা ঘটেছে দাবি করে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চান তিনি। মিজানুর রহমান আরো বলেন,দিনের আলোতে দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা ও ভাংচুর হয়েছে। মোবাইল ফোনে ভিডিও ধারন করেছেন অনেকেই। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কে হামলা করেছে। সোস্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েছে। তাছাড়া আশপাশে সিসিটিভি ফুটেজ দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এখন সংখ্যালঘু ট্যাগ দিয়ে সত্য ঘটনাকে ধামাচাপা ও নিজেদের অপরাধ ডাকার চেষ্টা করছে তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। অপরদিকে এ ঘটনা নিয়ে সন্ধ্যায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন প্রেম কুমার। সংবাদ সম্মেলনে সাধন ডুম বক্তব্য রাখেন। সাধন ডুম বলেন,বিরোধপূর্ন জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাছাড়া ওই জমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। যে কারনে গত ১ বছর যাবত দোকান দুটি বন্ধ রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবু সাইদ গংরা জোড়পূর্বক দোকান খুলতে গেলে আমরা বাধাঁ দেই। এ সময় তারা আমাদের উপর হামলা করে। এখন উল্টো তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আদালতের নির্দেশ অমান্যকরে জমি দখল করা কি অপরাধ নয়। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি। এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।