প্রকাশের সময় 16/04/2025
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি ।
জামালপুরের বকশীগঞ্জে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ওলামা দল বাট্রাজোর ইউনিয়ন শাখার সভাপতি হামিদুর রহমান ।
১৬ এপ্রিল (বুধবার) দুপুর সাড়ে ১২.০০ ঘটিকায় কুঁড়েঘর ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী হামিদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর ইউনিয়নের মধ্যে পলাশতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাসুদ মিয়া গংদের সাথে জায়গা জমি নিয়ে মামলা মোকাদ্দমা চলিয়া আসিতেছে। মাসুদ মিয়া গং আমার সাথে আইনগত ভাবে না পেরে উঠায় আমাকে হেনেস্তা ও হেয় প্রতিপন্ন করার জন্য নাটকীয় ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে ভূয়া মুক্তিযোদ্ধার সাটিফিকেট ও কামালপুর ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুর ও চাঁদাবাজীর অভিযোগসহ নানা রকম মিথ্যা হয়রানি ও চক্রান্ত মূলক কার্যক্রম করিয়া আসিতেছে। শুধু তাই নয় মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল হাজতে প্রেরন করেছে। আমি চন্দ্রাবাজ শেফালী মফিজ মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক ও জাতীয়তাবাদী ওলামা দল বাট্রাজোর ইউনিয়ন শাখার সভাপতি। আমার ভাবমূতি ক্ষুন্ন করার জন্য নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্ত করিয়া আসিতেছে অথচ আমি কোন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলাম না বা এখনো নেই।
আমার বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে উক্ত দুষ্কৃতিকারীদের বিচার দাবী করছি।
হামিদুর রহমান বাট্রাজোর ইউনিয়নের মধ্যে পলাশতলা গ্রামের মছলে উদ্দিনের ছেলে।
এ৷ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রুহুল-আমিনসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।