প্রকাশের সময় 07/12/2024
বকশীগঞ্জ থানা পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চুরি যাওয়া তিনটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। ০৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বকশীগঞ্জ, ইসলামপুর ও জামালপুর সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বকশীগঞ্জের বালুগ্রাম গ্রামের আমিনুল ইসলাম (৪০) সরদারপাড়া গ্রামের রোমান আকন্দ (৩৫) ইসলামপুর থানার কাচিহারা (ফরাজীপাড়া) গ্রামের আল আমিন (৩৫) জামালপুর সদর থানার রাজাপুর গ্রামের মোঃ ফরহাদ (৩৫)। বকশীগঞ্জ থানার এস আই জুলহাস জানান চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামে (এফ রহমান হাসপাতালের পিছনে) জাহিদ মিয়ার অভিযোগের প্রেক্ষিতে বকশীগঞ্জ থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায় ২৫/১১/২০২৪ তারিখ রাতে বাদীর ঘরের বারান্দা ও মেইন গেটের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। মামলাটি তদন্তকালের সোর্সের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় এবং কনস্টেবল পারভেজ এর প্রচেষ্ঠায় ও ডিবি-২ এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল ও একটি ইজি বাইকের আংশিক বডি উদ্ধার এবং একজনকে গ্রেফতার পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ থেকে দুইজন গ্রেফতার ও নিলক্ষিয়া এলাকা থেকে একটি মোটর সাইকেল উদ্ধার পরে তাদের দেওয়া তথ্যে জামালপুর সদর থানার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা পরস্পর জোগসাজসে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলকায় চুরি চামারি করে আসছে। বকশীগঞ্জ থানায় তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।