মোয়াজ্জেম হোসেন হিলারি বকশীগঞ্জ প্রতিনিধি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদের সাথে বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন ইউনিটের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ এ সময় বকশীগঞ্জ থানাকে একটি মডেল থানায় উন্নীত করার জন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন নেশা ও জুয়া মুক্ত সমাজ গঠনের জন্য যা যা করণীয় তাই তাই করবেন। অতীতে বিভিন্ন থানায় কর্মরত থাকা অবস্থায় নেশার সাথে কোন প্রকার আপোষ করেন নি ভবিষ্যতেও করবেন না। মাদক জুয়া সন্ত্রাস নির্মূলে তিনি বদ্ধ পরিকর। গত ০৫ আগস্ট এর পর থেকে পুলিশ সীমিত পরিসরে কাজ করার কারণে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় আশা করেন স্বল্প সময়ের মধ্যে এটি কেটে যাবে এবং পুলিশ পুরোদমে কাজ শুরু করবে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন অপরাধ অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে পুলিশের কাজ হচ্ছে অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং অপরাধ নির্মূলের চেষ্টা করা। এস আই (নিঃ) মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহিন আল আমিন, সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়ন, সমকাল পত্রিকার সাংবাদিক মাসুদ উল হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, আল মুজাহিদ বাবু, মিডিয়া প্রেসক্লাবের সভাপতি নুর আলম নয়ন, মানব জমিনের সাংবাদিক আশরাফুল হায়দার, জি এম সাফিনুর ইসলাম মেজর, সাংবাদিক মুসা আলী, ভোরের দর্পণ পত্রিকার সাংবাদিক মতিন রহমান, দেশের কন্ঠের সাংবাদিক সালাম মাহমুদ, দৈনিক সকালের সময়ের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, আজকের বসুন্ধরা সাংবাদিক ইমরান আকন্দ, সাংবাদিক মাহফুজুর রহমান ময়ূর, সাংবাদিক মুরাদ সরকার, সাংবাদিক বাঁধন, তাহের, হারুন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।