প্রকাশের সময় 19/02/2025
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় মধ্য বাজারে হরিজন সম্প্রদায়ের দোকান ঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হরিজন পরিবার।
১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিকালে মধ্য বাজারে হরিজন পল্লীর নিজ বাড়িতে তাদের দোকান ঘর দখলের অভিযোগে এ সংবাদ সম্মেলন আয়োজন করে প্রেম কুমার ডোম এর পরিবার।
সংবাদ সম্মেলনে প্রেম কুমার ডোম এর ছেলে সাধন বলেন আবু সাঈদ গংরা আমাদের দোকান ঘর দখলে নিয়েছে।
আমাদের কোর্টে মামলা রয়েছে সে মামলায় নিষেধাজ্ঞা রয়েছে আজ ১১.০০ ঘটিকার সময় ৩০০/৩৫০ গুন্ডা পান্ডা ধারালো অস্ত্র নিয়ে আমার বাবার উপর হামলা করে বাসা থেকে লোকজন আমার বাবাকে বাঁচাতে গেলে তাদের উপরও হামলা করে এবং গুরুতর আহত অবস্থায় দুইজন হাসপাতালে ভর্তি। তাদের দাবি খাসজমি। খাসজমি দাবি করে তারা আমাদের দোকান দখল করেছে আসলে দোকান ঘরের জমি খাস না সেটার দাগ হচ্ছে ১৫২৬ নং যা কোর্টে মামলা চলমান রয়েছে। আমরা মামলার জবাব দিয়ে আসছি আজকে অতর্কিতভাবে হামলা করে আমাদের দোকান ঘর দখলে নিয়েছে। আমাদেরকে ইতিপূর্বের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে এমনকি আবু সাঈদ গংরা আমাদেরকে ইন্ডিয়া চলে যাওয়ার হুমকিও দিচ্ছে বিভিন্ন প্রকার মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে নির্যাতন করবে এমন হুমকিও দিচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বেআইনিভাবে তারা কিভাবে আমাদের জায়গায় প্রবেশ করে জমি দখলে নেয় এমন ঘটনায় আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
দোকান দখলের বিষয়ে আবু সাঈদের ছেলে মিজান জানান ওরা যে প্ল্যানটা করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন প্রকৃতপক্ষে আমরা ২০০২ সালে উক্ত সম্পত্তি ক্রয় করে দোকানপাট এবং গোডাউন নির্মাণ করি। ২০২৪ সালে পৌরসভার ড্রেন করার সময় আমাদের দোকানের সামনের কিছুটা অংশ ভাঙ্গা হলে তখন তারা আমাদের দোকান ঘর বে দখলের চেষ্টা করে। এখন আমাদের দোকান আমরা খুলেছি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।