প্রকাশের সময় 25/12/2024
বগুড়া কারাগারে বন্দী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু (৬৮) অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পাঠানো হয়েছে।
বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেপ্তার হন বগুড়া–৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তাঁর নামে বগুড়া সদর থানায় ১৯টি মামলা দায়ের হয়।
জানতে চাইলে কারা তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে জানান, রাগেবুল আহসান রিপু দুপুরে খাবারের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।
বিকেলের দিকে অবস্থা কিছুটা অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কারা হেফাজতে ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, গত শুক্রবার দুপুরে রাগেবুল আহসান রিপু হাজতি আসামি হিসেবে কারাগারে আসেন।