প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:৪৮ পি.এম
বগুড়া ডিবি পুলিশের অভিযানে বহুল আলোচিত বগুড়া শ্রমিকলীগ নেতা তুফান সরকার গ্রেফতার
টিম ডিবি বগুড়া'র বিশেষ অভিযানে হত্যাসহ একাধিক মামলার পলাতক ও দুদকের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বগুড়া শহর শাখা শ্রমিক লীগের সাবেক আহব্বায়ক তুফান সরকার গ্রেফতার।
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার বিশেষ অভিযানে বগুড়া সদরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মতিন সরকারের ভাই হত্যাসহ প্রায় ১৯ মামলার পলাতক আসামী, বগুড়া শহরের আলোচিত শীর্ষ সন্ত্রসী ও দুদকের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বগুড়া শহর শাখা শ্রমিক লীগের সাবেক আহব্বায়ক তুফান সরকারকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ২৪/১২/২০২৪ খ্রি. তারিখ রাত্রী ০৩.০০ ঘটিকার সময় আসামী ১। মোঃ তুফান সরকার (৩৪), পিতা-মৃত মজিবর রহমান সরকার, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-চক সূত্রাপুর কসাইপাড়া (চামড়া গুদাম), থানা ও জেলা-বগুড়াকে তার নিজ বসত বাড়ি হতে বগুড়া সদর থানার মামলা নং-৩৫, তাং-১১ সেপ্টেম্বর, ২০২৪, জিআর নং-৮০১তারিখ-১১ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ১৬.১৫ ঘটিকা, ধারা- 302/34/109/114 The Penal Code, 1860; তৎসহ-3/5/6 The Explosive Substances Act, 1908; মামলায় গ্রেফতার করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী তুফান সরকারের বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, বিষ্ফোরক, মাদক, মানিলন্ডারিং ও দুর্নীতিসহ সর্বমোট প্রায় ১৯ (উনিশ) টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ অর্থ উপার্জনের দায়ে দুদকের মামলায় ১৩ বছরের সাজা হয়েছে।আলোচিত তুফান সরকার ২০১৭ সালে নারীকে নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সারাদেশে ব্যপক আলোচনায় আসে।
গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
তার অপর ভাই শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহাগ সরকারকে কয়েকদিন আগে বগুড়া ডিবি বগুড়া কর্তৃক গ্রেফতার করা হয়েছে। অপর ভাই শীর্ষ সন্ত্রসী মতিন সরকারকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।