প্রকাশের সময় 23/08/2024
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার ফারিহা তৃষ্ণা। অজি মেয়েদের ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনিউ ও বেথ মুনিকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২১ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের হয়ে তৃতীয় হ্যাটট্রিক। যার মধ্যে দুটিই করেছেন ফারিহা তৃষ্ণা। এর আগে মালয়েশিয়ার বিপক্ষে সিলেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।
তৃতীয় ক্রিকেটার হিসেবে নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হ্যাটট্রিকের মালিক হয়েছেন তৃষ্ণা। এর আগে উগান্ডার কনসোলেট আওয়েকো এবং হংকং এর ক্যারি চ্যানের এই কীর্তি ছিল।
শেষ তিন বলে তিন উইকেট সহ তৃষ্ণার বোলিং ফিগার দাঁড়িয়েছে চার ওভারে ১৯ রান দিয়ে চারটি উইকেট। যদিও অস্ট্রেলিয়া গড়েছে বড় সংগ্রহ। ২০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে তারা। সিরিজ বাঁচাতে বাংলাদেশকে দুর্দান্ত কিছুই করতে হবে।